বাংলাদেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজের অন্তভূর্ক্ত। জাতীয় যুবনীতি অনুসারে বাংলাদেশের ১৮-৩৫ বছর বয়সী জনগোষ্ঠীকে যুব হিসেবে অভিহিত করা হয়। কর্ম প্রত্যাশী অনুৎপাদনশীল যুব সমাজকে সুসংগঠিত, সুশৃংখল এবং উৎপাদন মুখী শক্তিতে রূপান্তরের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃষ্টি করেন। পরবর্তীতে এর নামকরণ করা হয় ‘যুব উন্নয়ন অধিদপ্তর’। বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তর একটি প্রধান কার্যালয়ের মাধ্যমে ৬৪টি জেলাসহ বাংলাদেশের সকল উপজেলায় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। যুব উন্নয়ন অধিদপ্তরের লক্ষ্মীপুর সদর উপজেলায় ১ জুলাই ১৯৮৫ খ্রি. তারিখে অফিস স্থাপন ও যুব কার্যক্রম শুরু হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম গুলো হচ্ছে যুব প্রশিক্ষণ, আত্মকর্মংস্থাপন প্রকল্প গ্রহণে উদ্বুদ্ধকরণ, যুব ঋণ প্রদান, যুব সংগঠণ তালিকাভূক্তকরণ ও অনুদান প্রদান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS