Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ (প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক)
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়/

উপ-পরিচালকের কার্যালয়/যুব প্রশিক্ষণ কেন্দ্র

১। উপ-পরিচালক

২। কো-অর্ডিনেটর

৩। উপজেলাযুবউন্নয়নকর্মকর্তা

৪। ক্রেডিটসুপারভাইজার

উপ-পরিচালকের কার্যালয়(জেল)/যুব প্রশিক্ষণ কেন্দ্র/উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

ভর্তিপ্রক্রিয়া-- ৭-২৫দিন

* প্রাতিষ্ঠানিক কোর্স ভেদে ০১-০৬ মাস

*অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স ভেদে ০৭-২১ দিন

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণঃ

প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ক্ষেত্রে-

বিজ্ঞপ্তি সাপেক্ষে আবেদনকারীকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/ ইউনিট থানা কর্মকর্তা বরাবর আবেদন লিখে একইকার্যালয়ে দাখিল করতে হয়। আবেদন প্রাপ্তির পর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাচাই বাছাই করে প্রাথমিক তালিকা প্রণয়ন করেন। অত:পর উক্ত তালিকা জেলা কার্যালয়ে/যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণ করা হয়। জেলাতে প্রাথমিক মনোনীতদের একটি সাক্ষাতকারের মাধ্যমে যাচাই করে চূড়ান্ত তালিকা করা হয়। পরবর্তীতে নির্বাচিতদের  অবহিত করে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদপত্র প্রদান করা হয়।

উল্লেখ্য, কম্পিউটার, পোশাক তৈরি, রেফ্রিজারেশন, মোবাইল, ইলেক্ট্রনিক্স ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের জন্য সরাসরি উপ-পরিচালক বরাবর আবেদন করে জেলা অফিসে দাখিল করতে হয়। পরবর্তী প্রক্রিয়া পূর্বের ন্যায়।

অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ক্ষেত্রে –

নির্ধারিত ফরমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর আবেদন করে সে অফিসেই দাখিল করেতে হয়। প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে প্রশিক্ষণের জন্য তালিকা প্রণয়ন করা হয়। প্রশিক্ষণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে জেলা অফিসে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। জেলা অফিস থেকে প্রশিক্ষণের তারিখ নির্ধারণপূর্বক উপজেলাতে প্রেরণ করা হয়।  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তারিখ অবহিত করেন। অত:পর প্রশিক্ষণ আরম্ভ হয় এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ প্রদান করা হয়।

সেবা প্রাপ্তির শর্তাবলি

১) বয়স ১৮-৩৫ –এর মধ্যে

২) শিক্ষাগত যোগ্যতা: কোর্সভেদে-৮ম শ্রেণী, এসএসসি, এইসএসসি বা তদূর্ধ্ব পর্যায়ের

৩) বেকার

৪)  প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ ফি প্রদান

প্রয়োজনীয় কাগজপত্র

১) বয়স ১৮-৩৫ প্রমাণের সনদ

২) শিক্ষাগত যোগ্যতা: কোর্সভেদে-৮ম শ্রেণী, এসএসসি, এইসএসসি বা তদূর্ধ্ব পর্যায়ের পাশ প্রমাণের কাগজপত্র

৩) বেকারত্ব প্রমাণের সনদ

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

  • অপ্রাতিষ্ঠানিক ট্রেডে কোন কোর্স ফি নাই
  • প্রাতিষ্ঠানিক ট্রেডে কোর্স ভেদে ৫০/- থেকে ২০০০/- টাকা

সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা

বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কারিকুলাম ও মডিউল প্রণয়নের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

পরিচালক (প্রশিক্ষণ), যুব উন্নয়ন অধিদপ্তর বরাবর আবেদন

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

) নাগরিক পর্যায়

অষ্টম শ্রেণি পাশের ও বেকারত্ব সনদ সংগ্রহ

) সরকারি পর্যায়

বাজেট স্বল্পতা

বিবিধ/অন্যান্য

--